১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্র। তাই এবার দুয়ারে সরকার কর্মসূচিতে '১০০ দিনের কাজ'কে তালিকার বাইরে রাখা হল। শনিবার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন।
সাধারণ মানুষদের সমস্যা মেটাতে আগামী ১ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এই কর্মসূচি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আর এই দুয়ারে সরকারের মাধ্যমে যাবতীয় প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। যা নিয়ে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে নবান্ন।
দুয়ারে সরকার নিয়ে শনিবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মোট ২৫ টি প্রকল্পকে রাখা হয়েছে এই বছরই দুয়ারে সরকার কর্মসূচিতে। যার মধ্যে পুরানো প্রকল্প রয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে নতুন বেশ কিছু প্রকল্পও। কিন্তু এবারে প্রকল্প তালিকা থেকে বাদ পড়েছে ১০০ দিনের কাজ।
শনিবারের এই বৈঠকে ১০০ দিনের কাজ দুয়ারে সরকার কর্মসূচি থেকে বাদ পড়ে যাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি জানিয়েছেন, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। কেন্দ্র তাই দুয়ারে সরকার প্রকল্প ১০০ দিনের কাজ রাখা গেল না।
দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকার ১০০ দিনের প্রকল্পের টাকা বন্ধ রেখেছে। রাজ্যের তরফ থেকে ক্রমাগত যোগাযোগ করা হচ্ছে এই প্রকল্পের টাকা নিয়ে। যদিও এখনও পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি বলেই নবান্নের শীর্ষ মহলের দাবি। আর তার জেরেই দুয়ারে সরকার কর্মসূচি থেকে বাদ দেওয়া হল ১০০ দিনের কাজকে।