ফের বড় সাফল্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Kolkata Police STF)। দেড় লাখ টাকার জাল নোট (Fake Currency) উদ্ধার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম রাকিমুল শেখ। তার বাড়ি মালদার কালিয়াচক থানায়।
সূত্র মারফৎ খবর পেয়ে, শনিবার দুপুরে প্রস্তুত ছিলেন আধিকারিকরা। তপসিয়া ক্রসিয়ের কাছে ওই যুবককে পাকড়াও করেন কলকাতা পুলিশের এসটিএফ আধিকারিকরা। ধৃতের আচরণ দেখে সন্দেহ হয়। তল্লাশি করতেই বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট বেরিয়ে আসে। ওই যুবককে জেরা করে এই জালনোট চক্রের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: ডালহৌসিতে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন, চলছে উদ্ধার কাজ
ধৃত ওই যুবকের আগে কোনও অপরাধ সংক্রান্ত রেকর্ড আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।