ফের নতুন করে বিপত্তি উত্তরাখণ্ডে। ধসের কারণ বন্ধ হয়ে গেলে যমুনোত্রী জাতীয় সড়ক। শনিবার সকালে গাড়ওয়াল জেলায় পাউরি তেহসিলে ধস নামে। পাথর ভেঙে পড়ে রাস্তায়। এর ফলে যমুনোত্রী জাতীয় সড়কের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
জানা গিয়েছে,বদ্রীনাথের পাগল নালার কাছে অবরুদ্ধ হয়ে পড়েছে ওই নালা। ইতিমধ্যে উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে পৌঁছে গেছেন। গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের একাধিক এলাকা।
প্রবল বর্ষণের জেরে সেখানকার বিভিন্ন এলাকায় জল জমেছে। হরিদ্বারের বিভিন্ন এলাকা জলমগ্ন। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫১১টি গ্রাম জলমগ্ন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।