ফের চিকিৎসককে হেনস্থার অভিযোগ। তাও সরকারি হাসপাতালে। এক চিকিৎসককে জুতো ছোঁড়ার পাশাপাশি কলার ধরে মারধর করা হয়েছে বলে এক মহিলার বিরুদ্ধে উঠছে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় উঠেছে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কামাগালুরুরের এক সরকারি হাসপাতালে।
জানা গিয়েছে, স্বামীর সঙ্গে অশান্তি ঝামেলা করে আহত অবস্থায় হাসপাতাল ছুটেছিলেন মহিলা। সেখানেও তাঁর স্বামী পৌঁছন, এরপর শুরু হয় ফের কথাকাটাকাটি, অশান্তি। এরপর তাঁরা একে ওপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলে সিদ্ধান্ত নেন।
আর এই কারণে চিকিৎসকদের কাছে মেডিকেল রিপোর্ট দাবি করেন তাঁরা। চিকিৎসকরা দুপক্ষকে শান্ত করতে গেলেই হিতে বিপরীত হয়। হঠাৎ ডাক্তারদের উপর ওই মহিলা চড়াও হয়ে যান। সেই ঘটনার প্রতিবাদে হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে প্রতিবাদে নামেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
এদিকে, এক চিকিৎসক ডাক্তারকে খুন এবং ধর্ষণের ঘটনায় জ্বলছে গোটা বিশ্ব। এখনও ঘটনার কোনও কিনারা করতে পারেনি CBI । মঙ্গলবার থেকে স্বাস্থ্যভবনের সামনে বিচারের দাবিতে অবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।
আর জি কর কাণ্ডের শুনানি ছিল সোমবার। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানে প্রধান বিচারপতি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তোলার জন্য বলেন। তিনি সময়সীমাও বেঁধে দেন। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ফের কাজে যোগ দেওয়ার আবেদন জানান তিনি। যদিও আন্দোলন বন্ধ করতে রাজি নয় জুনিয়র ডাক্তাররা।