আরজি কর শুনানিতে এবার প্রভাবশালী তকমা। সুপ্রিম কোর্টে সোমবারের শুনানিতে এই ঘটনার পিছনে প্রভাবশালীদের হাত থাকার অভিযোগ করলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং। ইন্দিরার দাবি, এই ঘটনাকে সাধারণ একটা খুনের ঘটনা হিসাবে দেখলে ভুল হবে। আদালতকে তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই সিবিআইকে তাঁরা চারজনের নাম দিয়েছেন। যাঁরা ঘটনার দিন উপস্থিত ছিলেন। পাশাপাশি তদন্তের আওতায় থাকা সাতজনকে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন ইন্দিরা।
এদিনের শুনানিতে চিকিৎসক সংগঠনের আর এক আইনজীবী করুণা নন্দীর অভিযোগ, এই প্রভাবশালীদের মধ্যে বেশ কয়েক জন রয়েছেন, যাঁরা এখনও আরজি করে কাজ করছেন। তাঁদের বিরুদ্ধে হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ডাক্তারদের আইনজীবীদের এই অভিযোগের পাল্টায় রাজ্যের আইনজীবী জানিয়েছেন, এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে।
এরপরেও তদন্তের আওতায় কারা রয়েছেন, আরজি করের শুনানিতে এদিন তার তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের থেকে এই তালিকা চেয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি জানিয়েছেন, যে পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে, তাঁদের নাম আদালতে জমা দিতে হবে।
আদালতে এদিন রাজ্য জানিয়েছে, প্রভাবশালী কারা, সেই তালিকা সিবিআই প্রকাশ করলে, এই ব্যাপারে পদক্ষেপ করা হবে। প্রধান বিচারপতি নির্দেশ, তদন্তের আওতাধীন রয়েছেন এমন ব্যক্তিদের নাম সিবিআই রাজ্যকে দিলে পদক্ষেপ করতে হবে। রাজ্যকে আইন মেনে পদক্ষেপ করতে হবে।