ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তির এই প্রথম ভারতের দীপাবলি উৎসবের সাক্ষী থাকছেন। দিল্লির মার্কিন দাতাবাসে এ বছর দীপাবলি আয়োজনের জমজমাট আয়োজন। খাওয়াদাওয়া, গানবাজনা, নাচ- কী নেই!
আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে একটি ভিডিও টুইটারে শেয়ার করা হয়েছে।।তাতে দেখা যাচ্ছে, দূতাবাসের কর্মীরা দীপাবলি উপলক্ষে খাওয়াদাওয়া করছেন, সেলফি তুলছেন, মেতে উঠেছেন রঙ্গোলিতে।
গোটা উদযাপনের মূলে রয়েছেন স্বয়ং মার্কিন রাষ্ট্রদাত এরিক। আলোর উৎসব উপলক্ষে মার্কিন আমলার পরনে কুর্তা, পাজামা। নাচের তালে তালে পা মেলাচ্ছেন তিনিও।
এরিক টুইটারে (এখন এক্স) লিখেছেন, 'সহকর্মীদের সঙ্গে ভারতে আমার প্রথম দিওয়ালি উদযাপন করলাম। এই উদযাপনের আলো সকলের জন্য আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক।' হিন্দিতে 'শুভ দীপাবলি' লিখেছেন মার্কিন রাষ্ট্রদূত।
Kali Puja: Dakshineswar: দক্ষিণেশ্বরে দীপাণ্বিতা কালী পুজোর প্রস্তুতি, সকাল থেকেই দর্শণার্থীদের ভিড়