গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকির (৬৬)। শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় বুলেটবিদ্ধ বাবা সিদ্দিকিকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
সিদ্দিকি খুনে মুম্বইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের নাম কর্নেইল সিংহ এবং ধরমরাজ কাশ্যপ। এক জন উত্তরপ্রদেশ এবং এক জন হরিয়ানার বাসিন্দা। জেরার মুখে দু’জনই স্বীকার করে নিয়েছেন, তাঁরা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য।
পূর্ব বান্দ্রায় বাবা সিদ্দিকির ছেলে জিশানের অফিসের বাইরে দশেরা উপলক্ষে বাবা সিদ্দিকি বাজি ফাটাচ্ছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে ৯.৯ এমএম পিস্তল থেকে গুলি ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি করে তিন জন দুষ্কৃতী এসেছিল। তাঁদের প্রত্যেকের মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল। সিদ্দিকির বুকে এবং পেটে গুলি লাগে। রাত ১১.২৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কংগ্রেসের সঙ্গে পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিতে যোগ দেন সিদ্দিকি।