ভারতীয় বায়ুসেনার এয়ার শো দেখতে গিয়ে চেন্নাইয়ের মারিনা বিচে মৃত্যু হল তিন জনের। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এর মধ্যে এক জন মারা গিয়েছেন হিট স্ট্রোকে। বাকি দু জনের মৃত্যু হয়েছে ভিড়ের চাপে। রবিবার ভারতীয় বায়ুসেনার ৯২তম প্রতিষ্টা দিবস উপলক্ষ্যে চেন্নাইয়ে এই বিশেষ এয়ার শোয়ের ব্যবস্থা করা হয়েছিল।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা থেকে এই শো শুরু হওয়ার কথা ছিল। তার আগে লাখো জনতা এসে ভিড় করেন শহরের এই সমুদ্র সৈকতে। ভিড় সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে। বেলায় বাড়তে থাকে রোদের তেজ। যার জেরে অনেকে অসুস্থ হয়ে যান বলেও খবর পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শো ভাঙার পর হুড়োহুড়ি পরে যায় চেন্নাইয়ের রাস্তায়। রবিবার হলেও ভিড়ের চাপে আটকে যায় ট্রাফিক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিচের সামনে থাকা বাসিন্দারা রাস্তায় নেবে পুলিশকে সাহায্য করতে এগিয়ে আসেন। প্রবল গরমে নাজেহাল হওয়া দর্শকদেরও জল দিয়ে সাহায্য করা হয়েছে।