কেন্দ্রীয় বাজেটে কি পেল বাংলা ? মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয়মন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের পর থেকেই তোলপাড় দিল্লি থেকে কলকাতা। এই পরিস্থিতিতে সামনে এল বাংলার মেট্রো রেলে বরাদ্দ বৃদ্ধির খবর। এক লাফে ৩০০ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে।
কোন খাতে কত বৃদ্ধি করা হল ? রেল মন্ত্রক সূত্রে খবর, দমদম এয়ারপোর্ট-নিউগড়িয়া ভায়া রাজারহাট নির্মাণে ৪১ কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গতবার বরাদ্দ ছিল ১৭৫০ কোটি। এবার তা বেড়ে হল ১৭৯১.৩৯ টাকা।
অন্যদিকে বরাদ্দ বেড়েছে জোকা বিবাদীবাগ ভায়া মাঝেরহাট মেট্রোতেও। গতবার বরাদ্দ ছিল ৮০০ কোটি টাকা। এবার তা বৃদ্ধি করে করা হয়েছে ১২০৮.৬১ কোটি টাকা। ফলে বরাদ্দ বেড়েছে ৪০০ কোটি টাকা।
তবে, বাংলার ভাগ্য আর কিছু আসেনি। ঘোষণা করা হয়নি কোনও হাইস্পিড ট্রেনের নামও। তবে বাজেটে সামগ্রিকভাবে যে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তা যথেষ্ট নয় বলে দাবি বিরোধীদের। ইতিমধ্যেই তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর।