সোমবার ভোরের কাঁপুনিতে ত্রস্ত রাজধানীর মানুষ। রিখটার স্কেলে মাত্রা মাত্র চার। কিন্তু রাজধানীর মানুষের দাবি, এত কাঁপুনি সাম্প্রতিক-অতীতে তাঁরা অনুভব করেননি। এই ঘটনায় মন্ত্রক ছেড়ে রাস্তায় চলে এসেছেন কেন্দ্রীয়মন্ত্রী মনসুখ মান্ডব্য।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎস্যস্থল রাজধানীর নাকের ডগাতেই। দক্ষিণ দিল্লির ধৌলাকুঁয়া অঞ্চলের এক কলেজের জমির ঠিক নিচ থেকেই কেঁপেছে দিল্লির মাটি। বেশ কয়েক বছর আগেই এই অঞ্চলকে ভূমিকম্প প্রবণ বলে চিহ্নিত করা হয়েছিল। কারণ এর পাশে একটি জলাশয় রয়েছে। সেখানে তার প্রভাব লক্ষ্য করা গিয়েছে। ২০১৫ সালে এই অঞ্চলে প্রথম ভূমিকম্পের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। এরপর থেকে প্রতি তিন বছর অন্তর ঠিক এই জায়গা থেকেই কেঁপে ওঠে দিল্লি।
মাত্র চারে এই কম্পন কেন ?
বিজ্ঞানীরা জানিয়েছেন, যেহেতু এই ভূমিকম্প রয়েছে একেবারে রাজধানীর উঠোনে। তাই মাত্র কম থাকলেও, কম্পনের মাত্রা ছিল অনেক বেশি। তাই দিল্লিবাসী প্রাথমিক ভাবে মনে করেছিল কম্পনের মাত্রা হতে পারে ছয় থেকে সাত।
এই ঘটনার পর রাজধানীর মানুষকে শান্ত থাকতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি জানিয়েছেন, সবাইকে শান্ত থাকতে হবে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।