মৌনি অমাবস্যায় ত্রিবেণী ডুব দিতে গিয়ে প্রয়াগে তৈরি হল পদপৃষ্টের পরিস্থিতি। এই ঘটনায় বুধবার ভোরে কমপক্ষে ৫০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে শাহি স্নান। ঘটনাস্থলে যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই ঘটনা সম্পর্কে যোগীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমৃত স্নানের জন্য এদিন ত্রিবেণীর ঘাটে জড়ো হয়েছিলেন কয়েক কোটি মানুষ। ভিড়ের চাপে ভেঙে যায় বাঁশের ব্যারিকেড। যার জেরে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। আর এতেই বিপত্তি বলে প্রাথমিক ভাবে দাবি করেছে পুলিশ।
এই ঘটনার পরেই অমৃত স্নান বন্ধ করার সিদ্ধান্ত নেয় আখড়াগুলি। তারা জানিয়েছে, এই পরিস্থিতিতে কোনও ভাবেই স্নান সম্ভব নয়। যদিও এই ঘটনার আগেই প্রয়াগে এদিন অমৃত ডুব দিয়েছিলেন যোগগুরু বাবা রামদেব এবং মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী।
গত কয়েক দিন আগেই মহাকুম্ভে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছিল। তা থেকে তৈরি হয়েছিল আতঙ্ক। এদিনের ঘটনার জেরে প্রয়াগে আরও ফোর্স বাড়াচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ। আগামী মাসেই মহাকুম্ভে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।