ফের বিমানে বোমাতঙ্ক। স্পাইসজেট সংস্থার (Spicejet) দিল্লি-পুনে উড়ানে বৃহস্পতিবার সন্ধ্যায় বোমা (Bomb Threat) আছে বলে একটি ফোন আসে। যার ফলে বিমানযাত্রীদের মধ্যে এই নিয়ে আতঙ্ক ছড়ায়। বিমানবন্দর কর্তৃপক্ষও নড়েচড়ে বসে।
দিল্লি বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। দিল্লির আইজিআই বিমানবন্দর থেকে বিমানটি ছাড়ার কথা ছিল। বিমান ছাড়ার কয়েক মিনিট আগেই উড়ো ফোন আসে। সঙ্গে সঙ্গে বিমানটি তল্লাশি করে সিআইএসএফ। এখনও পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। তবে বিমানবন্দরে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
আরও পড়ুন: জাতীয় সঙ্গীতের অবমাননা, মুখ্যমন্ত্রীকে পাঠানো সমন খারিজ করল মুম্বইয়ের আদালত
দিল্লি পুলিশ সূত্রে খবর, স্পাইসজেট-এর দিল্লি-পুনে বিমানে বোমা রয়েছে বলে বিমানবন্দরে ফোন আসে। এখন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কে ফোন করে এই বোমা থাকার কথা জানাল, তা খতিয়ে দেখছে পুলিশ।