প্রয়াত সংগীত শিল্পী ভূপিন্দর সিং (Bhupinder Singh)। বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন শিল্পী। সোমবার সন্ধে ৭টা ৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। গত ১০ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। মূত্রনালীতে একাধিক সংক্রমণ হয়েছিল তাঁর। সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
একাধিক বিখ্যাত গানের গায়ক ভূপিন্দর সিং। তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে আছে, 'নাম গুম যায়েগা', 'এক অকেলা ইস শহর মে', 'দিল ঢুন্ডতা হ্যায়, ফির ওয়াহি' ইত্যাদি। বাংলা ছবি 'ত্রয়ী'-তে তাঁর বিখ্যাত গান 'কবে যে কোথায়, কী যে হল ভুল' এখনও সমানভাবে জনপ্রিয়।
সংবাদ সংস্থা পিটিআইকে তাঁর স্ত্রী মিতালি সিং বলেন, "১০ দিন আগে মূত্রনালীতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। কোভিডে আক্রান্ত ছিলেন। কোলন ক্যানসারের আশঙ্কাও ছিল।"
আরও পড়ুন: মধ্যবিত্তের হাতের বাইরে যেতে চলেছে প্যাকেটজাত পণ্য, দাম বাড়বে চাল-ডাল-মুড়ির
সংগীত জগতের বড় বড় তারকার সঙ্গে কাজ করেছেন ভূপিন্দর সিং। মহম্মদ রফি, আরডি বর্মন, মদন মোহন, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, গুলজার, বাপি লাহিড়িদের সঙ্গে কাজ করেছেন ভূপিন্দর সিং।