সিগনালিং-এর ত্রুটি থেকে ভয়াবহ দুর্ঘটনা, করমন্ডলের ঘটনার এক মাসের মধ্যে জমা পড়া রিপোর্টে সেরকমই উল্লেখ রয়েছে বলে খবর।
বৃহস্পতিবার রেলওয়ে বোর্ডের কাছে সেই রিপোর্ট জমা দিয়েছে ‘কমিশন অব রেলওয়ে সেফটি’। বালেশ্বরের দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। রিপোর্টে কী আছে, তা নিয়ে বিশদে অবশ্য কোনও আধিকারিক মুখ খোলেননি এখনও।
বালেশ্বরের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯৩। এখনও চিকিৎসাধীন রয়েছেন অনেকে।
‘কমিশন অব রেলওয়ে সেফটি’ ছাড়াও এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই-কে। ইতিমধ্যেই এই দুর্ঘটনার জেরে একাধিক উচ্চপদস্থ রেলের আধিকারিকের বদলি হয়েছে।