Ratan Tata Demise : অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন রতন টাটা, শিল্পপতির প্রয়াণে শোকপ্রকাশ সেই বলি নায়িকার

Updated : Oct 10, 2024 18:13
|
Editorji News Desk

শিল্পজগতের মহীরুহ ছিলেন । টেলি কমিউনিকেশন থেকে গাড়ি, নুন থেকে ওষুধ...তাঁর হাত ধরেই নতুন ভোর দেখেছে, নতুন দিশা দেখেছে ভারতের শিল্পজগৎ । কত মানুষের আদর্শ তিনি । শিল্পমহলে তাঁকে বলা হত 'ট্রু জেন্টলম্যান' । আবার অনেকের কাছে তিনি ছিলেন ভগবানের মতো । বুধবার অভিভাবকহারা হয়েছে ভারতের শিল্পজগৎ । টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ দেশবাসী । শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী থেকে শিল্পপতি, সাধারণ মানুষ । রতন টাটা-কে শ্রদ্ধা জানিয়েছে বলিউডও । সলমন খান, অনুষ্কা থেকে প্রিয়াঙ্কা...শোকপ্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় । ভারাক্রান্ত মনে প্রিয় বন্ধুকে চিরকালের মতো বিদায় জানিয়েছেন সিমি গারেওয়ালও । এই নামটা একটা সময় রতন টাটা-র সঙ্গে জুড়ে গিয়েছিল । সিমির প্রেমে নাকি একসময় হাবুডুবু খেয়েছিলেন রতন টাটা । দু'জনের বিয়েও পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল । পরে সম্পর্ক ভেঙে যায় । কিন্তু, এভাবে বন্ধুর চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না সিমি । কী লিখলেন?

ইন্সটাগ্রামে রতন টাটার সঙ্গে একটি ছবি পোস্ট করেন সিমি গ্রেওয়াল । ক্যাপশনে লেখেন, "সবাই বলছে তুমি চলে গিয়েছো..এই ক্ষতি সহ্য করা খুব কঠিন, খুব কঠিন… বিদায় বন্ধু ।" রতন টাটার জীবনে প্রেম এসেছে বহুবার ।  কত অভিনেত্রী তাঁর প্রেমে পড়েছেন । কিন্তু, রতন টাটা মন দিয়েছিলেন সিমি-কে । তখন ষাট-সত্তরের দশক । বলিউডে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন টক শো সঞ্চালনা করতেন সিমি । সেইসময়ই একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন তাঁরা । বিভিন্ন অনুষ্ঠানে রতন টাটার পাশে দেখা যেত তাঁকে । বিয়েরও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন । কিন্তু, কোনও কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায় । তারপর আর আজীবন বিয়েই করলেন না রতন টাটা । যদিও, সম্পর্ক বা প্রেম নিয়ে কোনওদিনই মুখ খোলেননি তাঁরা কেউই । শুধু রতন টাটা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর জীবনে চারবার প্রেম এসেছিল। এক অভিনেত্রীকে বিয়েও করতে চেয়েছিলেন। তখন আন্দাজ করা হয়েছিল, 
সেই অভিনেত্রী সিমি ছাড়া আর কেউ নন ।

বলিউডের সঙ্গে একটা যোগ ছিল রতন টাটার । বলিউডে একটি ছবি প্রযোজনা করেছিলেন । সেই সিনেমা ছিল অ্যায়তবার । ২০০৪ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ, বিপাশা বসু, জন আব্রাহামের সিনেমা । কিন্তু, ওটাই শুরু, ওটাই শেষ । আর কোনওদিন সিনেমায় বিনিয়োগ করেননি রতন টাটা । 

শিল্পপতির প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । তিনি লেখেন, "আপনার দয়ালু স্বভাবের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ মানুষের জীবনে গভীর প্রভাব রেখে গিয়েছেন। আপনার নেতৃত্ব এবং উদারতা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।...অনেক ধন্যবাদ স্যার। আপনি আমাদের সকলের অনুপ্রেরণা। "

অনুষ্মা শর্মা লেখেন, 'শ্রী রতন টাটাজির খবরে গভীরভাবে দুঃখিত। সত্যিকার অর্থেই ভারতের আইকন এবং তাজ ছিলেন। আপনার আত্মার শান্তি কামনা করি স্যার, আপনি অনেকের জীবন বদলেছেন।"

সলমন খান লেখেন, ‘মিস্টার রতন টাটার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’ এছাড়া শোকজ্ঞাপন করেছেন অজয় দেবগণ, সঞ্জয় দত্ত, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুররাও । 

Ratan Tata

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক