রাজীব গান্ধী হত্যায় দোষী পেরারিভালনকে ৩১ বছর পর জেল থেকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। আদালতের এই নির্দেশের পর উচ্ছ্বাসে মেতে ওঠে তার মা সহ পরিবারের সদস্যরা। ১৯৯১ সালে রাজীব গান্ধীর হত্যার পর ধরা পড়ে পেরারিভালন। বিচারে দোষী সাব্যস্ত হয়ে এতদিন সে জেলবন্দি ছিল। পেরারিভালন তার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। ছেলের এই দীর্ঘ আইনি লড়াইতে বরাবর পাশে ছিলেন তার মা। শেষ পর্যন্ত ১৮ মে সুপ্রিম কোর্ট পেরারিভালনকে স্থায়ী ভাবে জেল থেকে মুক্তির নির্দেশ দেয়। আদালতের এই নির্দেশের পর উচ্ছ্বাসে মেতে ওঠে তার পরিবারেরর লোকজন।
১৯৯১ সালে রাজীব গান্ধীর হত্যার পর ধরা পড়ে পেরারিভালন। তারপর বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর এতদিন সে জেলবন্দি ছিল। ২০১৮ সালে তামিলনাড়ু মন্ত্রিসভা তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তৎকালীন রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত মন্ত্রিসভার সেই সিদ্ধান্ত রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠান। তারপর বিষয়টি এতদিন স্থগিত ছিল। ইতিমধ্যে পেরারিভালনকে জামিনে মুক্ত দেওয়া হয়। পরবর্তীতে সে স্থায়ী মুক্তির আবেদন করে সরকারকে চিঠি লিখে জানায়, ‘আমি ৩১ বছর ধরে জেলে বন্দি রয়েছি। তাই আমায় এবার রেহাই দেওয়া হোক।’ পেরারিভালন তার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করে।
১০ মে এই মামলার শুনানি শেষ করে ১৮ মে সুপ্রিম কোর্ট পেরারিভালনকে স্থায়ী ভাবে জেল থেকে মুক্তির নির্দেশ দেয়।