রেলের কর্মীদের জন্য পুজো বোনাস ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। মোট ৭৮ দিনের বোনাস দেওয়া হবে। কিন্তু কত টাকা করে পাবেন রেল কর্মচারীরা?
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে,মোট ১১ লাখ ৭২ হাজার ২৪০ জন রেলকর্মী বোনাসের টাকা পাবেন। এরজন্য খরচ হবে দু-হাজার কোটি টাকারও বেশি। ভারত সরকারের সবচেয়ে বেশি কর্মী রয়েছে রেলেই। সেই কারণে সবথেকে বেশি পরিমাণে টাকা রেলের বোনাস খাতেই ব্যবহার করা হচ্ছে।
রেলের তরফে জানানো হয়েছে ৭৮ দিনের বেতনের টাকা বোনাস হিসেবে দেওয়া হবে। কিন্তু এই হিসেবে বেশ কিছু পার্থক্য রয়েছে। রেলের তরফে ৭৮ দিনের বেতনের টাকা দেওয়ার বিষয়ে জানানো হলেও বোনাসের অঙ্ক হবে সর্বোচ্চ ১৭ হাজার ৯৫১ টাকা। অর্থাৎ বেতনের অঙ্ক যত বেশিই হোক না কেন নির্ধারিত মূল্যের বেশি বোনাস দেওয়া হবে না।
কারা কারা বোনাসের টাকা পাবেন?
রেলের সমস্ত স্থায়ী কর্মীরা বোনাসের আওতার মধ্যে থাকবেন। তার মধ্যে রয়েছেন, লোকো পাইলট, ট্র্যাক মেইটেন্যান্স, স্টেশন মাস্টার,গার্ড, সুপারভাইজার, টেকনিসিয়ান, হেল্পার, পয়েন্টম্যান এবং গ্রুপ সি কর্মীরা।
রেলের তরফে জানানো হয়েছে, সারাবছর কর্মীরা কঠোর পরিশ্রম করেন। সেইকারণে তাঁদের উৎসাহ দিতেই বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে রেলের একাধিক রেকর্ডের বিষয়েও জানানো হয়েছে। চলতি অর্থবর্ষে কার্গো পরিবহনে রেকর্ড গড়েছে ভারতীয় রেল। এখনও পর্যন্ত ১৫০০ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছে রেলওয়ে। এরসঙ্গে ৬ বিলিয়ন প্যাসেঞ্জারও রেলে চড়েছেন।
প্রতিবছরই পুজোর আগে রেলের বোনাস ঘোষণা করা হয়। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। রেলের বোনাসের বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে জানানো হয়েছে, বেশ কয়েকটি খাতে রেল চলতি বছরে রেকর্ড গড়েছে। মূলত রেলের পরিকাঠামোগত উন্নতির জন্যই এই রেকর্ড তৈরি করা সম্ভব হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।