বুধবার দিল্লিতে বিধানসভার ভোট। পূর্ব সূচি মেনেই এদিন রুদ্রপ্রয়াগে হাজির হলেন নরেন্দ্র মোদী। ত্রিবেণীর সঙ্গমে ঘুরলেন নৌকা করে। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীকে দেখার জন্য অনেক আগে থেকেই প্রয়াগে ভিড় করেছিলেন সাধারণ মানুষ।
মঙ্গলবারই সংসদে দাঁড়িয়ে একসঙ্গে তিন গান্ধীকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী। অভিযোগ করেছিলেন, এই দেশকে পিছিয়ে দিতে চায় একটা পরিবার। কিন্তু বিজেপি তাঁদের কৌশল ধরে ফেলেছে। দেশের মানুষ তাঁদের প্রত্যাখান করেছে।
কিন্তু প্রশ্ন হল দিল্লির নির্বাচনের দিনেই কেন প্রধানমন্ত্রীর প্রয়াগ যাত্রা ? বিরোধীদের দাবি, রাজধানীতে বিজেপি হারছে। আর তা জেনেই নির্বাচনের উপর থেকে ফোকাস সরাতেই মোদীর এই কৌশল। এদিন প্রয়াগে অ্যাডিডাসের পোশাকে ত্রিবেণী স্নান করলেন প্রধানমন্ত্রী। গলায় ছিল রুদ্রাক্ষ।
পরে সেখানে আরতি করেন তিনি। এদিন প্রয়াগে দেখা গেল, প্রধানমন্ত্রীকে দেখতে ভিড় করেছেন লাখো জনতা। জানা গিয়েছে ভোর থেকেই তাঁরা হাজির হয়েছিলেন।