কোনওটা অ্যান্টাসিড, কোনওটা প্যারাসিটামল, কোনওটা ক্যালসিয়াম সাপ্লিমেন্টের মতো চেনা ওষুধ। ড্রাগ টেস্ট বা গুণমান পরীক্ষায় ডাহা ফেল করল ভারতে বহু ব্যবহৃত ৫৩টি ওষুধ। তালিকায় রয়েছে প্যারাসিটামল, প্যান ডি-র মতো ওষুধও।
প্রতি মাসেই ওষুধের গুণমান পরীক্ষা করে দেখে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও। চলতি মাসের পরীক্ষায় ফেল করল নামী-দামি ৫৩টি ওষুধ। এর মধ্যে রয়েছে প্যারাসিটামল, ক্ল্যাভাম ৬২৫, প্যান-ডির মতো ওষুধও। ৫৩টি ওষুধের তালিকায় রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওষুধ থেকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ, ক্যালশিয়াম, ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট।
সিডিএসসিও-র তালিকায় এই সব ওষুধ এখন ‘নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ বা এনএসকিউ তকমা পেয়েছে। এত জনপ্রিয় সব ওষুধ ড্রাগ টেস্টে ফেল করল কেন, প্রশ্ন উঠছে। তালিকায় থাকা ব্র্যান্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি বড় ওষুধ কোম্পানির নাম। রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাও। তাই বিতর্ক বাড়ছে।
সংশ্লিষ্ট সংস্থাগুলির বক্তব্য, যে সমস্ত ব্যাচের ওষুধ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সেগুলি ‘জাল’ এবং তারা তৈরি করেনি। তবে তাতে আশ্বস্ত হচ্ছেন না সাধারণ মানুষ। নমুনা পরীক্ষার রিপোর্ট সঠিক হলে,বহু ওষুধ সাধারণ মানুষের দৈনন্দিন তালিকা থেকে বাদ চলে যাবে। ওষুধ সংস্থাগুলির বক্তব্য ঠিক হলে আরও বিপদ, সেক্ষেত্রে বুঝতে হবে,বাজারে জনপ্রিয় ওষুধগুলির জাল ভার্সান ছড়িয়ে গিয়েছে।