সেনাদিবসে সামনে এল ভারতীয় সেনার নতুন উর্দি (New Uniform)। এই নতুন উর্দি সেনাদের জন্য অত্যন্ত আরামদায়ক। পাশাপাশি জলবায়ু বান্ধবও। সেই সঙ্গে এই উর্দিতে ডিজিটাল নকশা করা। শনিবার দেশের সেনা দিবস (Indian Army Day) উপলক্ষে এই উর্দি সামনে আনা হয়। নতুন ইউনিফর্ম পরেই কুচকাওয়াজে অংশ নেন সেনাকর্মীরা।
জেনে নেওয়া যাক এই নয়া উর্দির পাঁচ বিশেষত্ব—
১. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এই উর্দি প্রস্তুত করেছে। প্রতিকূল আবহাওয়াতেও সহজেই চলাফেরা করা যাবে।
২. আগের উর্দির থেকে বেশি আরামদায়ক। সব ধরনের আবহাওয়ার সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারবেন। এই পোশাক এমন কাপড়ে তৈরি, যা মজবুত ও একেবারেই হালকা ওজনের।
৩. প্রযুক্তি ব্যবহার করে এই পোশাকে তুলে ধরা হয়েছে ডিজিটাল নকশা। এই নকশা মার্কিন সেনাবাহিনীর উর্দির মতোই করা হয়েছে। বিশেষ ভাবে নির্মিত এই উর্দি খোলা বাজারে পাওয়া যাবে না।
৪. নতুন এই উর্দি খোলা অবস্থাতেই পরতে পারবেন সেনাকর্মীরা। আগের উর্দিটি গুঁজে পরতে হত।
৫. জলপাই ও মাটির রং মেশানো এই উর্দি। এতে আত্মগোপন করা সহজ হবে সেনাদের।