নির্বাচন নিয়ে মেটা কর্তা মার্ক জুকেরবার্গের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এমনকি, মেটার সর্বময় কর্তার মন্তব্যের কারণে মেটা কর্তৃপক্ষকে ভারতের যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি তলব করতে পারে বলেও শোনা যাচ্ছিল। এই পরিস্থিতিতে ভারতের মেটা কর্তৃপক্ষ ক্ষমা চাইলেন। মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, মার্ক জুকেরবার্গের পর্যবেক্ষণ বিশ্বের বহু দেশের জন্য সত্যি হলেও, ভারতের জন্য নয়।
মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল জানিয়েছেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য তাঁরা ক্ষমাপ্রার্থী। মেটার কাছে ভারতের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতে এই সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী মেটা।
উল্লেখ্য, প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কড়া প্রতিক্রিয়া। তারপর সংসদীয় কমিটিতে তলব করার হুঁশিয়ারি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। আর এরপরই তড়িঘড়ি ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে মার্ক জুকেরবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা।
সাক্ষাৎকারে জুকারবার্গ বলেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় নির্বাচনে শাসকদলগুলি পরাজিত হয়েছে। তার মধ্যে ভারতও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এমনকি, করোনাকালে সরকারগুলির উপর মানুষের আস্থা কমে বলেও তিনি মন্তব্য করেন।
তারপরই শুরু হয় বিতর্ক।