Mamata Banerjee: কলকাতা সেমি-কন্ডাক্টর কারখানা, উদ্যোগকে সমর্থন জানিয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ মমতার

Updated : Sep 23, 2024 17:54
|
Editorji News Desk

কলকাতায় তৈরি হতে পারে সেমিকনডাক্টর কারখানা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারপরই প্রধানমন্ত্রীর দফতর থেকে এই বিষয়টি জানানো হয়েছে। কলকাতায় সেমি-কন্ডাক্টার কারখানা তৈরি হলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। অর্থনৈতিকভাবেও রাজ্য তথা গোটা দেশ আরও সবল হবে বলে জানানো হয়েছে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিষয়টি নিয়ে একটি টুইট করেন তিনি নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে।

তিনি লেখেন, 'গতকাল যে ঐতিহাসিক আন্তর্জাতিক বিনিয়োগের সিদ্ধান্তের কথা যৌথভাবে ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি এই কথা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে অত্যন্ত গর্ব অনুভব করছি যে, এই সিদ্ধান্তের নেপথ্যে সদর্থক ভূমিকা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নিরলস প্রচেষ্টারও। 

বাংলার মাটিতে সেমি-কনডাক্টর কারখানা স্থাপনের বিষয়ে যে ঘোষণা করা হয়েছে গতকাল, তা আসলে উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের ক্রমাগত লড়াইয়ের ইতিবাচক ফল।

কোভিড অতিমারির পর থেকেই রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং পিএসইউ ওয়েবেল শীর্ষস্থানীয় একাধিক সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে নির্দিষ্ট চিন্তাভাবনা করছে। 

আমি সর্বান্তকরণে এই উদ্যোগকে সমর্থন জানাচ্ছি। সেমি-কনডাক্টর ক্ষেত্রে বিনিয়োগ পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নেবে বলে আশা করছি'।

উল্লেখ্য, সংশ্লিষ্ট সংস্থার কলকাতার দফতরের নাম হবে জি এফ কলকাতা পাওয়ার সেন্টার। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ওই কারখানা তৈরি হলে দূষণমুক্ত দেশ গঠন করা সম্ভব হবে। এই উদ্যোগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও প্রভূত উন্নতিসাধন করা সম্ভব হবে।

Mamata Banerjee

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক