বিগত কয়েক দশকে তাপপ্রবাহে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাঙ্কের রিপোর্ট (World Bank Report) বলছে, আগামী কয়েক দশরে ভারতের একাধিক জায়গায় তাপপ্রবাহ তীব্র আকার নেবে। কার্যত ধ্বংসের সম্মুখীন হবে জনজীবন। তাপমাত্রা সহনশীলতা সীমা পার করবে। যার ফলে জনবহুল এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে।
বিশ্বব্যাঙ্কের রিপোর্টটির নাম ক্লাইমেট ইনভেস্টমেন্ট অপারচুনিটিজ ইন ইন্ডিয়াজ কুলিং সেক্টর। এই রিপোর্টে জানানো হয়েছে, পরিবেশ উষ্ণায়ন ও তাপপ্রবাহে জীবনহানির আশঙ্কা আছে। তাপপ্রবাহ এমন এক পর্যায়ে যাবে, যেখানে সাধারণ মানুষের সহনীয় ক্ষমতা অতিক্রম করবে। এই রিপোর্টে ভারতে তীব্র খরা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কাও আছে। এনডিটিভি-র একটি প্রতিবেদনে জানা গিয়েছে, কেরলে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে এই রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বরফ গলার ইঙ্গিত, ১০০ দিনের কাজের বকেয়া টাকা পাচ্ছে রাজ্য সরকার
কয়েকমাস আগে, রাষ্ট্রপুঞ্জ ও আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির যৌথ রিপোর্টেও বিশ্ব উষ্ণায়নের কারণে দক্ষিণ এশিয়া ও বিশ্বের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহের কথা জানিয়েছিল। এবার দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে তাপপ্রবাহের আশঙ্কার কথা জানাল বিশ্বব্যাঙ্কও।