ভারত সরকার লেখা সাদা রঙা গাড়ি। গাড়ি চালাচ্ছেন এক আইনজীবী। তাঁর কোলে বসে রয়েছেন রাশিয়ান সুন্দরী। আচমকাই ছন্দপতন। ধাক্কা লাগল স্কুটার। ছিটকে গেলেন স্কুটার চালক-সহ দুই আরোহী। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে।
কী ঘটেছে?
জানা গিয়েছে, পেশায় আইনজীবী এক ব্যক্তি মদ্যপ অবস্থায় স্থানীয় পানশালা থেকে এক যুবতীকে গাড়িতে নিয়ে ফিরছিলেন। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই আইনজীবী। আর চালকের কোলেই নাকি বসেছিলেন ওই রুশ যুবতী। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জেরেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাতে রায়পুরের ভিআইপি রোডে গাড়ি চালানোর সময় তিনজন-আরোহী-সহ স্কুটারকে ধাক্কা মারেন ওই আইনজীবী। ছিটকে পড়ে যান আরোহীরা। কিন্তু এই দুর্ঘটনার পরেও মাথা নত করেননি ওই আইনজীবী। বরং স্থানীয় এবং পুলিশের সঙ্গে ঝগড়া করতে শুরু করেন ওই রুশ তরুণী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো। গ্রেফতারও করা হয়েছে দুই অভিযুক্তকে।