ফের দাম কমল সোনার। বৃহস্পতিবারের পর শুক্রবার। এই নিয়ে পর পর দু'দিন দাম কমতেই স্বস্তিতে মধ্যবিত্ত। যদিও বাজার খুলতেই চোখ রাঙাচ্ছে রুপোর বাজার দর।
শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম পড়েছে ১১০ টাকা। অন্যদিকে, ১ কেজি রুপোর দাম বেড়েছে ১১০ টাকা।
শুক্রবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার নতুন দাম যাচ্ছে ৫৫ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার নতুন দাম দাঁড়িয়েছে ৬০,৮৭০ টাকা। এদিন এক কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৬ হাজার ৬০০ টাকা।
কিছুদিন ধরে টানা মূল্যবৃদ্ধির জেরে আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠাপড়া লেগেই রয়েছে। যার প্রভাব পড়ছে কলকাতার বাজার দরে। যদিও বৈশাখে বিয়ের মরশুম শুরু হওয়ার আগে পর পর দুদিন সোনার দাম কমতেই মুখে হাসি ফুটেছে ক্রেতাদের।