দিল্লি চলো ! গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে বার্তা কেন্দ্রীয় এজেন্সি ইডির। কারণ, শুক্রবার দুই রাজ্যের দুই হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর দিল্লিই যাবেন কেষ্ট। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ করে ইডি। ইডির অভিযোগের বিরুদ্ধে এবং দিল্লি যাওয়া রুখতে এদিন কলকাতা এবং দিল্লির হাইকোর্টে যান অনুব্রত আইনজীবীরা। কলকাতায় এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আর দিল্লি হাইকোর্ট খারিজ হয়ে গিয়েছে অনুব্রতর রক্ষাকবচ।
বৃহস্পতিবার অনুব্রতর তিহাড় যাত্রা নিয়ে ইডিকে নির্দেশ দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালত। অন্যদিকে, এখনও কেন অনুব্রতকে দিল্লি নিয়ে আসা হয়নি, তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারীদের জানতে চায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তারপরই তড়িঘড়ি অনুব্রতকে দিল্লি আনার নির্দেশ দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালত।