জামিন পেলেন না অনুব্রত। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট এই তৃণমূল নেতার জামিনের আবেদন খারিজ করে দেয়। গরুপাচার মামলায় (Cow Smuggling Case) দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকলেও অনুব্রত বিরুদ্ধে এখনও চার্জশিট দাখিল করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। এমতাবস্থায় ফের মঙ্গলবার জামিনের আর্জি জানান অনুব্রতর(Anubarata Mondal bail plea) আইনজীবী। এদিন বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে দীর্ঘক্ষণ শুনানি চলার পর অনুব্রতর জামিনের আর্জি খারিজ হয়ে যায়।
আপাতত জেলবন্দী অবস্থায় আসানসোল সংশোধনাগারে রয়েছেন অনুব্রত(Delhi Court on Anubrata Mondal)। সিবিআই-এর হাতে গ্রেফতার তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে দিল্লি নিয়ে যাওয়ার তৎপরতার মধ্যেই অন্য একটি মামলায় দুবরাজপুর থানার(Dubrajpur Police Station) পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়। পরে অবশ্য সেই মামলায় জামিন পান বীরভূমের এই দাপুটে নেতা।
আরও পড়ুন- Tiger Attack : সুন্দরবনে ফের বাঘের হানায় মৃত এক মৎস্যজীবী
উল্লেখ্য, গরুপাচার মামলায় বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয় বীরভূমের তৃণমূল নেতাকে। সিবিআই সূত্রের খবর, সিউড়ি কো-অপারেটিভ ব্যাঙ্কে ভুয়ো অ্য়াকাউন্ট নিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন আদালতে সেই বিষয়টি তুলে ধরেন সিবিআইয়ের আইনজীবী। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত(Asansol Court on Anubrata Mondal)।