Dana Cyclone: 'দানা'-র অর্থ কী? কীভাবে এই নামকরণ হয়? জেনে রাখুন বিস্তারিত

Updated : Oct 23, 2024 18:08
|
Editorji News Desk

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। আবহাওয়াবিদদের মতে বৃহস্পতিবার অর্থাৎ ২৪ তারিখ রাতে ওড়িশার পারাদ্বীপে আছড়ে পড়ার সম্ভাবনা। মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

কিন্তু 'দানা'- শব্দের অর্থ কী? কারা এই নামকরণ করেছে?

'দানা'-শব্দের অর্থ মুক্তো। এটি একটি আরবি শব্দ। এবং নামকরণ করেছে কাতার। নামের অর্থ মুক্তো হলেও, ঘূর্ণিঝড় খুব একটা শান্ত স্বভাবের নয়। আবহাওয়াবিদদের ধারণা, তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় 'দানা'। 

কেন নামকরণ করা হয়? 
অতীতে ঝড়গুলিকে নম্বর দিয়ে শনাক্ত করা হতো। যা সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুর্বোধ্য ছিল। এমনকি নৌযান এবং সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে বেগ পেতে হত। অন্যদিকে নামহীন ঘূর্ণিঝড়ের শক্তি ও ধরন সম্পর্কে দ্রুত তথ্য জানা যায় না। সেই কারণে নামকরণের ভাবনাচিন্তা করা হয়।  

অতীতে কীভাবে নামকরণ করা হত? 
গত কয়েক শতাব্দী ধরে নামকরণের ক্ষেত্রে একটি নিয়ম মেনে চলা হত। সেক্ষেত্রে ইংরাজি অক্ষরের Q,U,X,Y,Z-কে ছাড়া বাকি অক্ষরগুলি দিয়ে নামের প্রথম অক্ষর রাখা হত। কিন্তু তারপর সেই পদ্ধতির পরিবর্তন করা হয়। 

নতুন নিয়ম অনুযায়ী বছরের প্রথম ঝড়ের নামরণের ক্ষেত্রে A অক্ষর দিয়ে শুরু এমন কোনও নাম রাখা হত। তারপর বছরের দ্বিতীয় ঝড়ের নামকরণের ক্ষেত্রে আদ্যাক্ষর হত B। পরবর্তী ঝড়গুলির নামকরণের ক্ষেত্রেও একইভাবে নিয়ম মানা হত। 

বর্তমানে নামকরণ? 
ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের পৃষ্ঠপোষকতায় বেশ কয়েকটি অঞ্চলকে ভাগ করে দেওয়া হয়েছে। যে অঞ্চলগুলিতে ভাগ করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে একাধিক দেশ। বর্তমানে ওই দেশগুলি নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নামকরণ করে। 
  
'দানা'-আপডেট

IMD যে পূর্বাভাস দিয়েছে সেখানে জানানো হয়েছে, ২২ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এবং বুধবার তা শক্তিবৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধীরে ধীরে ওড়িশা উপকূলের দিকে এগোবে। এরপর পুরী, কটক, ভদ্রক সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে আছড়ে পড়বে। 

মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বৃহস্পতিবার। সবথেকে বেশি প্রভাব পড়বে পারাদ্বীপ এলাকায়। এরাজ্যের আটটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। তারমধ্যে রয়েছে, দুই পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলি।  

নবান্নের তরফে সতর্কতা জারি করা হয়েছে। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়তে পারে। তবে জেলাপ্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার পাশাপাশি, খাবার ও ত্রাণশিবির তৈরি করা হয়েছে। অনেকে ইতিমধ্যে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন। গবাদি পশুদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

ফসলের উপরেও ব্যাপক প্রভাব ফেলবে সাইক্লোন 'দানা'। এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। তাঁদের বক্তব্য, বর্তমানে ধান সহ বিভিন্ন সবজি চাষ শুরু হয়েছে। প্রবল ঝড় ও বৃষ্টিতে ক্ষতি হতে পারে চাষের জমিগুলির।

Cyclone Dana

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক