Durga Puja 2024: অষ্টমীতে অঞ্জলির ভিড়, ভোগ বিতরণ চিত্তরঞ্জন পার্কে, মুম্বইয়ে কাজলদের পুজোয় তারকাদের ভিড়

Updated : Oct 11, 2024 17:05
|
Editorji News Desk

শিউলি ফুলের গন্ধ, কাশফুলের দোল, ভিনরাজ্যে শরৎ আর কোথায়! এই বঙ্গ ছেড়ে যারা প্রবাসে সংসার পেতেছেন, বা কর্মসূত্রে থাকেন, তাদের কাছে পুজোর এই সময়টুকুই যা কলকাতার আমেজ। শুক্রবার মহাষ্টমীর সকালে তাই চেনা মেজাজে প্রবাসী বাঙালিরা। নয়াদিল্লির চিত্তরঞ্জন পার্ক চত্বর, মুম্বইয়ের বাঙালি পুজোগুলিতে সেই চেনা আমেজ। একই ছবি ধরা পড়েছে রাঁচি, অসম, ত্রিপুরার পুজোগুলিতেও। 

উত্তর মুম্বই সর্বজনীন দুর্গোপুজো। মুম্বইয়ে এই পুজো 'মুখোপাধ্যায়দের পুজো' বলেই পরিচিত। ষষ্ঠীর দিন থেকে ভিড় জমাতে শুরু করেন বলিউড ইন্ডাস্ট্রির তাবড় তাবড় নাম। প্রথম দিন থেকে দশমী পর্যন্ত পুজোয় সব সময় থাকেন কাজল, রানি মুখোপাধ্যায়, শ্রাবণী মুখোপাধ্যায়রা। মহাষ্টমীর দিন পুজোয় ছেলে যুগকে নিয়ে দেখা গেল অজয় দেবগণকে। মহাষ্টমীর অঞ্জলিতে দেখা যায় অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়ও। সপ্তমীর সন্ধ্যায় উত্তর মুম্বই সর্বজনীনে দেখা যায় রণবীর কাপুরকে। ছিলেন অভিনেত্রী জয়া বচ্চন, ইশিতা দত্ত-সহ আরও অনেক তারকা।  

মহাষ্টমীর সকালে প্রত্যেকবারের মতো এবারও সেজে উঠেছিল সিআর পার্ক কালীবাড়ি। সকাল থেকেই অঞ্জলি দেওয়ার ভিড় শুরু হয়। কালীবাড়ির পুজো প্রাঙ্গণে ডালা নিয়ে ফুল বিতরণ করা হয়। ভক্তিভরে অঞ্জলি দেন আট থেকে আশির প্রবাসী বাঙালিরা। এবার অষ্টমী পুজোর পরেই সন্ধিপুজোও শুরু হয়ে গিয়েছে। তাই সন্ধিপুজোর অঞ্জলি দিতেও ভিড় দেখা যায় সিআর পার্কে। অঞ্জলির পরে চলে ভোগ বিতরণও। শনিবারই দশমী তিথি। প্রতিমা বরণ, সিঁদুর খেলার প্রস্তুতি শুরু হয়ে যাবে। তাই তুমুল ব্যস্ত দিল্লির চিত্তরঞ্জন পার্কের পুজো উদ্যোক্তারাও।

রাঁচিতেও প্রত্যেক বারের মতো চলছে দুর্গাপুজো। মহাষ্টমীর সকালে দুর্গাবাড়ির পুজোয় মহাষ্টমীর অঞ্জলি আয়োজন হয়। উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে, পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে অঞ্জলি দেন অসংখ্য মানুষ। 

Durga Puja

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক