বাংলার হয়ে ক্রিকেট খেলেছেন । আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য পেয়েছেন । এবার তিনি উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি । বাংলার হয়ে খেলা দীপ্তি শর্মার হাতে নিয়োগপত্র তুলে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । একইসঙ্গে গত হ্যাংঝোউ এশিয়ান গেমসে সোনা জেতার জন্য ৩ কোটি টাকার চেকও তাঁর হাতে তুলে দেওয়া হয় । উল্লেখ্য, বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও দীপ্তি উত্তরপ্রদেশের খেলোয়াড় । সেই সূত্রেই চাকরি পেয়েছেন তিনি ।
নিজের রাজ্য থেকে সম্মান, পুরষ্কার পেয়ে খুশি দীপ্তি । পুরস্কার পাওয়ার ছবি দীপ্তি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন । সেইসঙ্গে দীপ্তি ধন্যবাদ জানিয়েছেন উত্তপ্রদেশে সরকারকে । এই সম্মান, পুরস্কারের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন তিনি । উল্লেখ্য, দীপ্তি শর্মার ঝুলিতে আগেই এসেছে ২০২৩ সালের সেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার ।
জানা গিয়েছে, ভারতের হয়ে ৪টি টেস্ট, ৮৬টি এক দিনের ম্যাচ এবং ১০৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দীপ্তি । ঘরোয়া এবং আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সাফল্য পেয়েছেন তিনি । তার পুরষ্কার হিসেবে পেয়েছেন ২০২৩ সালে সেরা মহিলা ক্রিকেটারের সম্মান । মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি । তারপর নিজের রাজ্যেই পেলেন পুলিশের চাকরি ।