গোয়ায় বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election) জন্য ঘাসফুল শিবিরের তরফে প্রচারে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সেখানেই তাঁর উপর হামলার অভিযোগ উঠল। নিজেই তিনি টুইটারে সে কথা জানান। এদিকে টুইট করার কিছু সময়ের মধ্যেই তা ডিলিটও করে দেওয়া হয়। যা নিয়ে ফের নতুন করে শোরগোল শুরু হয়েছে।
টুইটে তিনি লিখেছিলেন, "গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতী আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কংগ্রেস ও বিজেপি-র মতো দুই জাতীয় দলের আশীর্বাদেই নির্বাচনে লড়ছে ওই দলটি। কিন্তু নিরাপত্তাক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি।’’ তাঁর এই টুইট পোস্টের পরই তীব্র ক্ষোভ প্রকাশ করতে থাকেন ঘাসফুল সমর্থকেরা। কিন্তু কেন তিনি ডিলিট করলেন তা এখনও স্পষ্ট নয়।
তবে শেষ পাওয়া আপডেট অনুসারে এই বিষয়ে তিনি এখনও কোনও লিখিত অভিযোগ জানাননি। হামলার পরেও কেনও তা জানানো হল না তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।