দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী মারলেনা। আগেই তাঁর নাম ঘোষণা করেছিলেন আম আদমি পার্টির প্রধান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা তাঁকে শপথ বাক্য পাঠ করান।
শুধু দিল্লির নতুন মুখ্যমন্ত্রী পদে নয়, আরও পাঁচ বিধায়ক শপথ নেন শনিবার। তাঁদের মধ্যে রয়েছেন সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাস গেহলট, মুকেশ আহলাওত এবং ইমরান হুসেন। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
জেল থেকে ছাড়া পেয়ে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন তিনি মুখ্যমন্ত্রী পদে থাকবেন না। পরিবর্তে অতিশীর নাম ঘোষণা করেন তিনি। এরপর গত মঙ্গলবার সন্ধের সময় ভি কে সাক্সেনার বাড়িতে গিয়ে নিজের ইস্তফাপত্র তুলে দেন তিনি। এবং নতুন সরকার গঠনেরও প্রস্তাব দেন। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশী-ই হলেন গোটা দেশের মধ্যে দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার দুপুরেই আপের পরিষদীয় বৈঠক হয়। সেখানে সর্বসম্মতিক্রমে অতিশীকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছিল।