কোভিডের (Covid 19) জন্য দীর্ঘদিন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল। কিন্তু প্রত্যেক মাসে মোটা অঙ্কের বেতন ঢুকেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এর প্রেক্ষিতে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বিহারের মুজফফরপুরের (Bihar Professor) এক অধ্যাপক। নীতিশ্বর কলেজের সহকারী অধ্যাপক লালন কুমার কোভিড কালে পাওয়া বেতন বাবদ ২৪ লক্ষ টাকা বিশ্ববিদ্য়ালয়কে ফিরিয়ে দিলেন।
বি আর আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নীতিশ্বর কলেজ। সেখানে অন্য শিক্ষকদের মতো অতিমারীর সময় লালন কুমারও পড়াতে পারেননি। কিন্তু না পড়ালেও অন্য অধ্যাপকদের মতো তাঁর অ্যাকাউন্টেও প্রতি মাসে বেতন ঢুকছিল। কিন্তু সেই বেতন নিতে তাঁর বিবেকে বাঁধছিল। গত ২ বছর ৯ মাস কোভিডের জন্য কলেজ বন্ধ থাকার সময় তিনি যে বেতন পেয়েছেন, তা তিনি কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। উল্লেখ্য, ওই সময় তিনি বেতন পান ২৩ লক্ষ ৮২ হাজার টাকা। সেই টাকা তিনি কলেজের রেজিস্টারের কাছে জমা দেন। তাঁর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে সবাই।
আরও পড়ুন: আজ বিয়ে করছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, পাত্রী গুরপ্রীত কাউর
লালন কুমার বলেন, "ছাত্রদের এতদিন না পড়িয়ে বেতন নিয়ে গিয়েছি। সেই বেতন নিতে বিবেকে বাধছিল। অনলাইনেও তেমন পড়ুয়া ছিল না। আমি যদি না পড়িয়ে বেতন নিয়ে যাই তবে সেটা শিক্ষার অপমৃত্যু হবে। নিজের বিবেককে প্রশ্ন করেছিলাম। এরপরই ২ বছর ৯ মাসের বেতন ফেরানোর সিদ্ধান্ত নিই।"