সর্বত্র বৃষ্টি। লাগাতার বৃষ্টিতে ভাসছে আগ্রা। ভারী থেকে অতিভারী টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। একটি ভাইরাল অডিয়ো ক্লিপে দেখা যাচ্ছিল, হাঁটুজল জমেছে তাজমহল প্রাঙ্গণের বাগানেও। শোনা যাচ্ছিল, তাজমহলের ছাদ চুঁইয়ে জল পড়ছে। জলে ডুবে গিয়েছে তাজমহল। এমন ভিডিয়ো দেখে কার্যত হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
তাতেও উৎসাহী পর্যটকদের কমতি নেই। ঘটনায় সোশ্যাল মিডিয়ায় চিন্তা প্রকাশ করেছেন অসংখ্য মানুষ। এএসআই-এর আধিকারিক যদিও জানিয়েছেন বৃষ্টিতে তাজমহলের মূল গম্বুজও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ছাদ বেয়ে চুঁইয়ে পড়ছে জল। তবে চিন্তার কোনও কারণ নেই বলেও জানিয়েছেন তিনি।
শনিবার এএসআইয়ের মুখ্য সুপারিনটেন্ডেন্ট রাজকুমার পটেল বলেছেন, ‘‘তাজমহলের মূল গম্বুজের ছিদ্রটি আমাদের নজরে এসেছে। পরিদর্শনের পর প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এটি ক্ষয়ের ফলেই তৈরি হয়েছে। স্থাপত্যে বড়সড় কোনও ক্ষতি হয়নি। আমরা ড্রোন ক্যামেরা ব্যবহার করে গম্বুজের অবস্থা খতিয়ে দেখেছি। এখনই চিন্তার কোনও কারণ নেই।’’