স্ত্রীকে খুনের পর আত্মঘাতী হলেন এক সেনা আধিকারিক(Army Lieutenant Colonel suicides)। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ফিরোজপুরে। ঘর থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট(Suicide Note)। স্ত্রীকে খুনের পর গুলিয়ে চালিয়ে আত্মঘাতী হন ওই সেনা আধিকারিক। সোমবার একথা জানায় ভারতীয় সেনা(Indian Army)।
ফিরোজপুরে(Punjab Crime News) কর্মরত ওই মৃত লেফটেন্যান্ট কর্নেল দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তিতে জেরবার ছিলেন। বিয়ের পর থেকে ওই দম্পতির মধ্যে ঝামেলা লেগে থাকত বলে খবর। ওই দম্পতি নিয়মিত কাউন্সেলিং করাতেন বলেও খবর। রবিবার রাতে ফের পারিবারিক অশান্তি মাত্রা ছাড়ায়। এরপরেই স্ত্রীকে খুন করে ওই সেনা আধিকারিক আত্মঘাতী(Army Lieutenant Colonel suicides) হন বলে অনুমান পুলিশের।
ভারতীয় সেনা ও পঞ্জাব পুলিশের(Punjab Police) তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনই মৃত সেনা আধিকারিকের নাম প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে সেনা।