আধুনিক ভারত। তা যে কার্যত কাগুজে কথা, তা ফের একবার প্রমাণ করল অসম। নগাঁওয়ে রীতিমতো সালিশি সভা ডেকে এক অভিযুক্ত যুবককে জ্যান্ত পুড়িয়ে মেরে, মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসী ও মোড়লদের বিরুদ্ধে। নিহতের নাম রণজিৎ বরদলুই। এই ঘটনায় হতবাক জেলা প্রশাসন। পুলিশ যাওয়ার আগেই সবশেষ। প্রাথমিক তদন্তের পর বেশ কয়েকজন গ্রেফতার করা হয়েছে।
ঠিক কী হয়েছিল নগাঁওয়ের বর লালুং এলাকায় ? জেলা প্রশাসন সূত্রে খবর, গত বুধবার স্থানীয় একটি পুকুরে এক মহিলার দেহ ভাসতে দেখা যায়। প্রথমে মনে করা হয়, ওই মহিলার জলে ঢুবে মৃত্যু হয়েছে। কিন্তু পরে জানা যায়, সদ্য বিবাহিত ওই মহিলাকে খুন করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে কারবি সম্প্রদায়ের ওই গ্রামে সালিশি সভা ডাকা হয়।
আরও পড়ুন : আগামী শিক্ষাবর্ষে পূর্ণাঙ্গ সিলেবাসেই উচ্চ মাধ্যমিক, বিজ্ঞপ্তি জারি সংসদের
শনিবার এই সভাতেই নিজের দোষ কবুল করেছিলেন রণজিৎ। তারপরই তাঁকে জ্যান্ত পুড়িয়ে, মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে। সন্ধে নাগাদ পুলিশের কাছে খবর যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।