মারাত্মক সমস্যায় পড়েছে ভারতীয় রেল। দূরপাল্লার ট্রেনে যাত্রীদের ব্যবহারের জন্য তোয়ালে দেওয়া হয়। দেখা যাচ্ছে, যাত্রীদের একাংশ সেই তোয়ালে ফেরত দিচ্ছেন না। প্রতিদিন গড়ে প্রায় হাজারখানেক তোয়ালে চুরি যাচ্ছে। ২০২৩-২৪ আর্থিক বছরে পূর্ব রেলের প্রায় ৩.৪ লক্ষ তোয়ালে চুরি গিয়েছে।
পূর্ব রেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তিত। পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বালিশ,চাদরের সঙ্গেই দেওয়া হয় তোয়ালে। সেটি যাত্রীদের ব্যবহার করার জন্য। বাড়ি নিয়ে যাওয়ার জন্য নয়। এই ধরণের কাজ যে যাত্রীরা করছেন, তাঁরা আসলে সহযাত্রীদের অসুবিধার কারণ হচ্ছেন।
Loksabha 2024: কংগ্রেসের 'মুসলিম প্রীতি' নিয়ে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর, পাল্টা আক্রমণ হাত শিবিরের
রেল কর্তৃপক্ষের আবেদন, তোয়ালে চুরির ঘটনা দেখলেই সংশ্লিষ্ট আধিকারিকদের জানান। অদূর ভবিষ্যতে রেল নজরদারি বাড়াবে। তবে যাত্রীদের তরফেও আর একটু দায়িত্ববান আচরণ প্রত্যাশিত।