মিজোরামে পাথর খাদানে ধস নেমে মৃত ৮ শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, সোমবার ওই ধসে আটকে পড়েন প্রায় ১২ জন। মঙ্গলবার সকালেই ৮ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে বিএসএফ। তবে এখনও নিখোঁজ ৪ শ্রমিক। তাঁদের সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল।
জানা গিয়েছে, মৃত ও নিখোঁজ শ্রমিকরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। হানথিয়াল জেলার ডেপুটি কমিশনার জানান, "দুর্ঘটনাস্থল থেকে ৮টি মৃতদেহ উদ্ধার হয়েছে।" নিখোঁজ ৪ জন ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও আশ্বস্ত করেন তিনি। তবে এখনও নিহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন- Man Killed Live In Partner: রক্তের দাগ মুছতে গুগলের সাহায্য? দিল্লি কাণ্ডে চোখ কপালে তদন্তকারীদের
বিএসএফের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অসম রাইফেলসের একটি দলও তল্লাশিতে নেমেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, নিখোঁজ শ্রমিকদের খুঁজে না পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আইজল থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে হানথিয়াল জেলার এক পাথর খাদানে সোমবার এই দুর্ঘটনা ঘটে। এদিন দুপুরে শ্রমিকরা পাথর খাদানে কাজে নেমেছিলেন। সেই সময় ধস নামায় আটকে পড়েন ১২ জন।