ধর্মীয় রীতি পালন করতে গিয়ে বিহারের ১৫টি জেলায় জলে ড়ুবে মৃত্যু ৪৬ জনের। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে ৩৭ জন শিশু। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার।
বিহারে সন্তানের মঙ্গলকামনায় 'জিতিয়া' রীতি পালন করেন মায়েরা। জলাশয়ে নেমে সন্তানের দীর্ঘায়ু কামনা করেন তাঁরা। রাজ্যে নদী, পুকুরে তাই এই সময় মহিলা ও শিশুদের ভিড় হয়। এই রীতি পালন করতে গিয়ে বুধবার থেকে বিহারের পূর্ব ও পশ্চিম চম্পারণ, ঔরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সারণ, পটনা, বৈশালী, মুজফফরপুর-সহ একাধিক জেলায় ডুবে গিয়েছেন ৪৬ জন। এখনও পর্যন্ত ৪৩ জনের দেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাত মহিলা ও ৩৭ জন শিশু। তিনজনের এখনও খোঁজ পাওয়া যায়নি।
বুধবার থেকে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ভিড়ের কারণে বহু শিশু মায়ের হাতছাড়া হয়ে ডুবে গিয়েছে। বৃষ্টির জন্য জলাশয়ের জলও বেশি ছিল। অনেকেই সামলাতে না পেরে ডুবে গিয়েছেন।