চিতাবাঘের হানা (leopard)। মাত্র ১০ দিনের মধ্যে কমপক্ষে ৩টি শিশুর মৃত্যু। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) ঘরয়া (Garhwa ) জেলার পালামু ডিভিশনে। শেষ ঘটনাটি ঘটেছে ১৯ ডিসেম্বর। সিবাধি গ্রামের ৬ বছর বয়সী ওই শিশুটির নাম সিতা কুমারী।
গাড়োয়া ডিএফও জানিয়েছেন, চিতাবাঘটি অতর্কিত ভাবে মেয়েটির ঘাড়ে আক্রমণ করে। গ্রামবাসীরা শিশুটিকে বাঁচাতে লাঠি নিয়ে চিতাবাঘ দিকে ছুটে যায়। এরপর বাঘটি শিশুটিকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। গ্রামবাসীরা সেখানে পৌঁছতেই শিশুটিকে ফেলে পালিয়ে যায় চিতাবাঘটি। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
১৪ ডিসেম্বর একই ঘটনা ঘটে রাডো গ্রামে। একটি ৬ বছরের শিশুকে মেরে ফেলে একটি চিতা। একই ঘটনা ঘটে ১০ ডিসেম্বর। চিপাদোহরের একটি ১২ বছরের কিশোরীকে হত্যা করে চিতাবাঘ। একই চিতাবাঘ এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান। এমনকি বাঘটিকে 'মানুষ খেকো' বলে ঘোষণা করা হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে বনদফতর।
আরও পড়ুন- মারধরের পর ছাত্রকে দোতলার বারান্দা থেকে ফেলে দিলেন শিক্ষক, মৃত্যু ১০ বছরের বালকের
গাড়োয়ার ডিএফও জানিয়েছেন, সোমবার মেয়েটিকে যেখানে খুন করা হয়েছিল সেখানে একটি খাঁচা রাখা হয়েছে। মনে করা হচ্ছে মৃতদেহের জন্য চিতা বাঘটি ফিরে আসতে পারে।