দিল্লি দুর্ঘটনার(Delhi Accident Viral Video) ভয়াবহতায় ইতিমধ্যেই সারা দেশে শোরগোল পড়ে গিয়েছে। এবার নয়া তথ্য প্রকাশ্যে আনল দিল্লি পুলিশ। পুলিশের দাবি, ওই ৫ অভিযুক্ত দুর্ঘটনার(Delhi Accident Case) সময় মদ্যপ অবস্থায় ছিল। এমনকি, দুর্ঘটনায় যুক্ত ওই মারুতি সুজুকি বালেনোটি তাঁরা ভাড়ায় নিয়েছিল বলেই পুলিশকে জানিয়েছে ওই ৫ ব্যক্তি। পুলিশ সূত্রে খবর গাড়িটির আসল মালিক লোকেশ নামক এক ব্যক্তি। তিনি আশুতোষ নামক এক বন্ধুকে গাড়িটি ধার দেন। দুর্ঘটনার মুহূর্তে আশুতোষ, তাঁর দুই বন্ধু অমিত ও দীপক খান্না গাড়ির ভিতর ছিলেন। সেই সময় গাড়িতে ছিলেন মনোজ মিত্তল নামক দিল্লির এক বিজেপি নেতা(Delhi BJP Leader)। এছাড়া গাড়িতে মিঠুন নামক আরও একজন ছিলেন, যিনি পেশায় হেয়ার ড্রেসার। ইতিমধ্যেই ৫ অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির আদালত(Delhi Court)।
পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন এই অঞ্জলি সিং(Anjali Singh)। বিহারের আমানের বাসিন্দা এই তরুণীর পরিবারে আছেন মা, চার বোন ও দুই ভাই। বাবা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। কর্মসূত্রেই তিনি দিল্লিতে(Delhi Accident Case) চলে আসেন।
আরও পড়ুন- Kolkata Money Recoverd : ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার শহরে, গ্রেফতার ৯
রবিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকে দেশের রাজধানী(Delhi Horror) বছর কুড়ির অঞ্জলি দুর্ঘটনার দিন রাত ২টো নাগাদ অফিস থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা(Delhi Road Accient) মারে তাঁকে। এখানেই শেষ নয়, ওই তরুণী গাড়ির নিচে আটকে যান। সেই অবস্থাতেই ওই তরুণীকে টেনে-হিঁচড়ে প্রায় ঘন্টাখানেক পথ চলে গাড়িটি। দুর্ঘটনাস্থল থেকে ১২ থেকে ১৩ কিলোমিটার দূরে নগ্ন দেহ উদ্ধার হয় তরুণীর। দিল্লির কাঞ্ঝাওয়ালা এলাকায় তরুণীর দেহটি গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ।