সামরিক অনুশীলনের সময় ঝাঁসির সেনা ছাউনিতে দুর্ঘটনা। টি-৯০ ট্যাঙ্কের ব্যারেল ফেটে মৃত্যু হল নদিয়ার বাসিন্দা সহ আরও এক জওয়ানের। মৃত জওয়ান পলাশিপাড়ার হাঁসপুকুরিয়ার সুকান্ত মণ্ডল। বৃহস্পতিবার রাতে খবর আসতেই শোকে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ পাশের গ্রামের যুবক সুমন্ত মণ্ডল এসে এই দুঃসংবাদ দেয় সুকান্তর পরিবারকে। সুমন্ত মণ্ডলও সেনাবাহিনীতে কর্মরত। উত্তরপ্রদেশের ববিনা ৫৫ আরমার্ড রেজিমেন্টে কর্মরত ছিলেন দু'জনেই। পুজোয় সুমন্ত বাড়ি এলেও ছুটি পাননি সুকান্ত। বৃহস্পতিবার সেনার তরফে সুমন্তকে ফোন করা হয়। জানানো হয়, সুকান্তর পরিবারকে এই সংবাদ জানিয়ে দিতে।
আরও পড়ুন- Drugs Recovered: মুম্বই থেকে উদ্ধার ৬০ কেজি মাদক, ধৃত এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট
সেনা সূত্রে দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশিক্ষণের কাজ চলছিল সেনা ছাউনিতে। সেই সময় আচমকাই বিস্ফোরণ ঘটে টি-৯০ ট্যাঙ্কের ব্যারেলে। গুরুতর জখম হন কমান্ডার, গানার ও চালক। হাসপাতালে নিয়ে গেলে কমান্ডার ও গানারকে মৃত বলে ঘোষণা করা হয়। সুকান্ত এই রেজিমেন্টে গানার হিসেবে কর্মরত ছিলেন। তবে সেনা তরফে ‘কোর্ট অব ইনকুইরির’ নির্দেশ দেওয়া হয়েছে।