রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ৮ জনকে পিষে দিল গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ২ জনের। বাকি ৬ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে দিল্লির মালাই মন্দির এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন ৮ জন। একটি শিশুও ছিল তাঁদের মধ্যে। আচমকাই দ্রুতগতিতে একটি গাড়ি ছুটে এসে তাঁদের পিষে দেয়। তারপর রাস্তার পাশের পার্কে দুটি গাড়িতে ধাক্কা মারে। দুটি দোকানেও ধাক্কা মারে গাড়িটি। পুলিশের অনুমান নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন - প্যারাগ্লাইডিং করতে গিয়ে ৫০০ মিটার উঁচু লাইটপোস্টে আটকে ২ জন, তারপর...দেখুন হাড়হিম করা ভিডিও
ঘটনাস্থলে মৃত্যু হয়েছে মুন্না এবং সমীরের। আহতদের চিকিৎসা চলছে এইমসে। ঘটনায় মৃত এবং আহতরা সকলেই বসন্ত বিহার এলাকার শিব ক্যাম্পের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারায় একটি মামলা রুজু করেছে পুলিশ। সিসিটিভি দেখে অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে।