জি বাংলার দর্শকদের জন্য সুখবর। আগেই প্রকাশ্যে এসেছিল ধারাবাহিকের প্রমো। এবার প্রকাশ্যে এল নেহা আমনদীপ ও সৈয়দ আরেফিন অভিনীত নতুন ধারাবাহিক 'যোগমায়া'র সম্প্রচারের সময়।
প্রমোতে দেখা গিয়েছে, খুব দরিদ্র পরিবারের মেয়ে যোগমায়া। তাঁর স্বপ্ন ইউপিএসসি পরীক্ষা পাস করা। কিন্তু তাঁর বাড়িতে না আছে আলো না আছে জল। বরং তাঁদের কলোনির জমির বাড়িটাও দখল হওয়ার জোগাড়। চক্রান্ত করে সেখানে বড় প্রোজেক্ট বানাতে চায় এক বিল্ডার। কী ভাবে সব সমস্যার সমাধান করবে সে? শেষ পর্যন্ত নিজের স্বপ্ন সফল করতে পারবে যোগমায়া? সেই গল্পই বলবে এই নতুন ধারাবাহিক।
আরও পড়ুন - পাহাড়ের কোলে কেক কেটে গান গেয়ে অন্যরকম জন্মদিন পালন, ছবি পোস্ট করলেন অপরাজিতা
শুক্রবার জি বাংলার সোশ্যাল মিডিয়া থেকে যোগমায়ার ট্রেলার পোস্ট করে জানানো হয় আগামী ১১ মার্চ সোম থেকে রবিবার সন্ধে ৬টায় যাবে সম্প্রচারিত হবে নারীকেন্দ্রিক ধারাবাহিক যোগমায়া। অর্থাৎ মনে করা হচ্ছে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে ইচ্ছেপুতুল। কিংবা এই ধারাবাহিকের স্লট বদলে ফেলা হবে। আর সন্ধে ৬টার স্লটে সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক যোগমায়া।