বক্স অফিসে নিজেদের প্রমাণ না করেই তরুণ অভিনেতা অভিনেত্রীরা এক একটা সিনেমার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক চাইছে। সম্প্রতি একরাশ বিরক্তি ঝরে পড়ল পরিচালক প্রযোজক করণ জোহরের (Karan Johar) গলায়। তরুণ প্রজন্মের এই প্রবণতায় রীতিমতো ক্ষুব্ধ শোনাল করণকে। করণের দাবি, এই প্রবণতা অতিমারীকালেও অব্যাহত। কেউ কেউ বলছেন, তাঁদের আগের ছবি ভাল ব্যবসা করেনি, কেউ বলছেন ছবি মুক্তিই পায়নি।
আরও পড়ুন, তিনদিনে বক্স অফিসে কত আয় করল দীপিকা-রণবীরের '83'?
অথচ ছবি ডিজিটাল মাধ্যমে মুক্তি পেয়েছে, খোঁজ নিয়ে জেনেছেন করণের টিম। বেশি পারিশ্রমিক চাওয়ার এই একই অভিযোগ জোয়া আখতারেরও (Zoya Akhtar)।
ধর্মা প্রোডাকশনের (Dharma Production) মালিক করণ জোহরের যুক্তি বক্স অফিসে ভাল ব্যবসা দিতে পারলে বেশি পারিশ্রমিক দাবি করা সাজে, কিন্তু নিজেদের প্রমাণ করাই যাদের বাকি, তাঁরা কীভাবে এই বিপুল অংকের পারিশ্রমিক দাবি করেন। পারিশ্রমিকের নিরিখে অভিনেতা অভিনেত্রী এবং টেকনিশিয়ানদের মধ্যে বিপুল ব্যবধান নিয়েও প্রশ্ন তুলেছেন করণ। কেন একজন অভিনেতা ১৫ কোটি পাবে, আর একজন টেকনিশিয়ান ৫৫ লক্ষ টাকা পাবে।
প্রসঙ্গত, গত এক দশকে বহু স্টারকিডদের বলিউডে লঞ্চ করেছেন করণ। আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে এদের মধ্যে অন্যতম।