Koel Mallick: একের পর এক কাজ ছাড়ছেন সন্তানদের জন্য, বোনকে কী নামে ডাকে কবীর? কেমন কাটছে কোয়েলের সময়?

Updated : Jan 29, 2025 15:59
|
Editorji News Desk

গত বছরের ডিসেম্বর মাসে কন্যা সন্তানের জন্ম দেন কোয়েল মল্লিক। ৪২ বছরে ফের মা হয়েছেন টলিউডের মিতিন মাসি।  ফ্যামিলি অফ থ্রি-এর ফ্রেমে ঢুকে পড়েছে ছোট্ট এক রাজকন্যে। কী নাম রেখেছেন মেয়ের? দাদার সঙ্গে কেমন সম্পর্ক ? দ্বিতীয়বার মা হওয়ার পর প্রথমবার মুখ খুলেছেন কোয়েল মল্লিক। 


আর সব নায়িকাদের থেকে বরাবরই আলাদা তিনি। এখনও পর্যন্ত কোনও কন্ট্রোভার্সি তাঁকে ছুঁতে পারেনি। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল ও নিসপাল সিং রানে । বিয়ের ৭ বছর পর ২০২০ সালে অভিনেত্রী পুত্র সন্তানের জন্ম দেন । কবীরের বয়স এখন প্রায় ৫ বছর। দ্বিতীয় কন্যা সন্তান এসেছে ডিসেম্বর মাসে। 


কবীরের আদরে ভাগ বসানোর ভাগিদার চলে এসেছে। বোনের সঙ্গে কেমন সম্পর্ক কবীরের? উত্তরে কোয়েল জানান, তাঁর কোলে যে মেয়ে এসেছে তা বোধহয় কবীরেরই ম্যানিফেস্টেশন। কবীর নাকি সবসময়ই চাইত তার একটা বোন হোক। সেইমতোই নানা ধরণের ছবিও আঁকত কবীর। এখনও অবধি মেয়ের নাম ঠিক করতে পারেননি কোয়েল এবং নিসপাল। তবে কবীর নাকি বোনকে ইতিমধ্যেই একটি মিষ্টি নাম দিয়ে দিয়েছে। সে বোনকে ডাকে পুচকি বলে। কবীর নাকি বোনকে পুতুল ভাবে। কোয়েল জানান, “তবে আমি ওকে আদর করতে দিই, কারণ ওদের মধ্যে বন্ডিংটা হওয়া প্রয়োজন।” 

হাতে ছবির অফার এলেও, তা ফিরিয়েছেন কোয়েল। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে কোনওরকম কাজ তিনি রাখেননি। বলা ভাল, সন্তানদের জন্যই কেরিয়ারে এই বিরতি নিয়েছেন কোয়েল। জানালেন, দুই সন্তানকে নিয়ে জীবনের সেরা সময় কাটাচ্ছেন অভিনেত্রী। 

Koel Mallik

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ