গত বছরের ডিসেম্বর মাসে কন্যা সন্তানের জন্ম দেন কোয়েল মল্লিক। ৪২ বছরে ফের মা হয়েছেন টলিউডের মিতিন মাসি। ফ্যামিলি অফ থ্রি-এর ফ্রেমে ঢুকে পড়েছে ছোট্ট এক রাজকন্যে। কী নাম রেখেছেন মেয়ের? দাদার সঙ্গে কেমন সম্পর্ক ? দ্বিতীয়বার মা হওয়ার পর প্রথমবার মুখ খুলেছেন কোয়েল মল্লিক।
আর সব নায়িকাদের থেকে বরাবরই আলাদা তিনি। এখনও পর্যন্ত কোনও কন্ট্রোভার্সি তাঁকে ছুঁতে পারেনি। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল ও নিসপাল সিং রানে । বিয়ের ৭ বছর পর ২০২০ সালে অভিনেত্রী পুত্র সন্তানের জন্ম দেন । কবীরের বয়স এখন প্রায় ৫ বছর। দ্বিতীয় কন্যা সন্তান এসেছে ডিসেম্বর মাসে।
কবীরের আদরে ভাগ বসানোর ভাগিদার চলে এসেছে। বোনের সঙ্গে কেমন সম্পর্ক কবীরের? উত্তরে কোয়েল জানান, তাঁর কোলে যে মেয়ে এসেছে তা বোধহয় কবীরেরই ম্যানিফেস্টেশন। কবীর নাকি সবসময়ই চাইত তার একটা বোন হোক। সেইমতোই নানা ধরণের ছবিও আঁকত কবীর। এখনও অবধি মেয়ের নাম ঠিক করতে পারেননি কোয়েল এবং নিসপাল। তবে কবীর নাকি বোনকে ইতিমধ্যেই একটি মিষ্টি নাম দিয়ে দিয়েছে। সে বোনকে ডাকে পুচকি বলে। কবীর নাকি বোনকে পুতুল ভাবে। কোয়েল জানান, “তবে আমি ওকে আদর করতে দিই, কারণ ওদের মধ্যে বন্ডিংটা হওয়া প্রয়োজন।”
হাতে ছবির অফার এলেও, তা ফিরিয়েছেন কোয়েল। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে কোনওরকম কাজ তিনি রাখেননি। বলা ভাল, সন্তানদের জন্যই কেরিয়ারে এই বিরতি নিয়েছেন কোয়েল। জানালেন, দুই সন্তানকে নিয়ে জীবনের সেরা সময় কাটাচ্ছেন অভিনেত্রী।