Neem Phuler Madhu : শেষ হচ্ছে পর্না সৃজনের পথ চলা, কী বলছে বাবুর মা?

Updated : Feb 28, 2025 18:55
|
Editorji News Desk

'তেতোটুকু পার করলেই, পাবে মিঠের হদিশ'... গত আড়াই বছর ধরে এই ট্যাগলাইনই বাঙালি দর্শকের মনে জায়গা করে নিয়েছে । ২০২২ সালে নভেম্বরে শুরু হয়েছিল সৃজন-পর্ণার পথচলা । প্রথমে সন্ধে ৮টা তারপর ৬টা...সন্ধেটা মোটামুটি জমিয়ে রেখেছিল এই ধারাবাহিক । শুধু কি তাই, একসময় পরপর কয়েক সপ্তাহ বেঙ্গল টপার হয়েছিল সিরিয়াল । ভাবছেন, অতীতে কেন কথা বলছি । ধারাবাহিক তো এখনও চলছে । হ্যাঁ ঠিকই । তবে,  বেশিদিন আর দত্ত পরিবারকে টিভির পর্দায় দেখা যাবে না । মার্চেই শেষ হচ্ছে ধারাবাহিক । 

নিম ফুলের মধু যে বন্ধ হচ্ছে, তাতে সিলমোহর দিয়েছেন কলাকুশলীরাই । জানা গিয়েছে, ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শেষ হয়েছে । মন খারাপের পোস্টে ভরেছে অরিজিতা, মানসীদের  সোশ্যাল মিডিয়া টাইমলাইন । আড়াই বছর সফর শেষে চোখের কোণ ভিজেছে পল্লবী, রুবেলরও । কে কী বলছেন চলুন জেনে নিই

কৃষ্ণা অর্থাৎ বাবুর মা-র চরিত্রে অভিনয় করে ধারাবাহিক জমিয়ে রেখেছিলেন অরিজিতা মুখোপাধ্যায় । সফর শেষে সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের পোস্টার শেয়ার করে অভিনেত্রী লেখেন, "তেঁতো টুকু পার করে মিঠের হদিশ পেলাম, নিম ফুলের মধুর স্বাদ চিরন্তন হয়ে থাক। বিদায় দত্ত বাড়ি... কৃষ্ণা তোমাকে ভুলবে না।"  ধারাবাহিকের টুকরো মুহূর্তের আরও একটা ভিডিও পোস্ট করে অরিজিতা লেখেন,"আই লভ ইউ কৃষ্ণা । গুড বাই দত্ত বাড়ি । জিনা ইসিকা নাম হ্যায়।"

দত্ত বাড়ির বড় বউ অর্থাৎ পর্ণার জেঠি শাশুড়ির চরিত্রে দেখা গিয়েছে তনুশ্রী গোস্বামীকে । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লেখেন, "সব শুরুর শেষ আছে...এরও অন্যথা হবে না...Will be missing you দত্ত বাড়ি ।" সঙ্গে জুড়ে দিয়েছেন লভ ও দুঃখের ইমোজি । 

নিম ফুলের মধু ধারাবাহিকে পর্ণাকে বারবার বিপদের মুখে ফেলেছে জা মৌমিতা । ভিলেনের চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছেন মানসী সেনগুপ্ত । যদিও, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে শেষদিকে ধারাবাহিক ছেড়ে দেন । তবে, সিরিয়াল শেষ হওয়ার খবরে মন খারাপ তাঁরও । পোস্টে লেখেন, 'দারুণ সফর । ধারাবাহিকের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি । আমি খুব মিস করব। " ফ্যানেদের শেয়ার করা মন খারাপের পোস্ট শেয়ার করছেন ধারাবাহিকের নায়ক-নায়িকা রুবেল দাস ও পল্লবী শর্মা । সেই পোস্টে জুড়ে দিচ্ছেন মন খারাপের গান । এদিকে, নিম ফুল শেষ হতে না হতেই রুবেলের নতুন ধারাবাহিকের ঝলক চলে এসেছে জি বাংলায় । 

'নিম ফুলের মধু' পাশাপাশি জি বাংলার আরও একটা ধারাবাহিক বন্ধ হচ্ছে । মাত্র ৮ মাসেই পর্দা থেকে বিদায় নিতে চলেছে 'মালাবদল' সিরিয়াল । ঘটক দিদির চরিত্রে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী  ঋতু পাইন । বিপরীতে দেখা গিয়েছে বিশ্বজিৎ ঘোষকে । তবে, টিআরপি তালিকায় সেভাবে জমি শক্ত করতে পারেনি এই ধারাবাহিকটি । 

Neem Phuler Madhu

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ