ফেলুদার গোয়ান্দাগিরিতে বছর ভর মজে বাঙালি! টলিউডের একের পর এক পরিচালকের এখন ব্লু আইড বয় প্রদোষ চন্দ্র মিটার। চলতি বছরের শুরুতেই হইচই-তে এসেছিল সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা সিরিজ! পুজোর আগ দিয়েই নতুন সিরিজের ঘোষণা করলেন স্বয়ং ফেলু-দা-ই। মানে টোটা রায় চৌধুরী।
আসছে ফেলুদার দ্বিতীয় সিরিজ! রবিবাসরীয় সকালে একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টোটা। তাতেই স্পষ্ট হয়েছে হইচইতে ফেলুদার দ্বিতীয় সিরিজ আসছে। প্রথম সিরিজ বেশ সাড়া ফেলেছে বাঙালি দর্শকদের মধ্যে।
প্রসঙ্গত, এই বড়দিনেই বড় পর্দায় আসছে সন্দীপ রায়ের ছবি 'হত্যাপুরী', তাতে ফেলুদার ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত।