প্রকাশ্যে এল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'দশম অবতার'-এর প্রথম চমক। ২১ জুলাই ছবির শ্যুটিং শুরু হবে। তার আগে বৃহস্পতিবার সকালে উত্তর কলকাতার বসুবাটিতে প্রকাশিত হল ছবির লোগো।
সকাল সকাল ভক্তদের চমকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় এদিনের ছবি পোস্ট করেন পরিচালক। এই ছবিতে দেখা গিয়েছে, রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্তকে।আর ছবির মধ্যমণি হয়ে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সবার পরনেই রয়েছে সাদা শার্ট এবং জিন্স।
আরও পড়ুন - হিরো নয় চরিত্র হয়ে ওঠাটাই গুরুত্বপূর্ণ, এর জ্বলন্ত উদাহরণ প্রসেনজিৎ: আফরান নিশো
ছবির ক্যাপশনে পরিচালক লিখেছেন, ''শীঘ্রই আসছে''। জানা গিয়েছে, দুর্গাপুজোতেই মুক্তি পেতে পারে এই ছবি ।