প্রতিম ডি.গুপ্তর ছবি 'চালচিত্র' বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে । কলকাতার বিভিন্ন জায়গায় শুটিংও চলছে । এই বাংলা সিনেমাতেই যে বলি অভিনেতা শান্তনু মহেশ্বরী ডেবিউ করছেন, তা আগেই প্রকাশ্যে এসেছে । এবার মুক্তি পেল ছবির মোশন পোস্টার । শান্তনু তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মোশন পোস্টার শেয়ার করেছেন । একইসঙ্গে তিনি জানিয়েছেন, এটাই তাঁর কেরিয়ারের প্রথম বাংলা সিনেমা, তাই বেশ উত্তেজনা হচ্ছে । মোশন পোস্টারেই সামনে এল ছবির সম্পূর্ণ স্টার কাস্ট ।
ছবির মোশন পোস্টারে রয়েছে অন্যরকম চমক । কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাল অক্ষরে লেখা চালচিত্র । সেইসঙ্গে নেপথ্যে শোনা যাচ্ছে মেট্রো স্টেশনের ঘোষণা, ঘড়ির টিকটিক শব্দ, গাড়ির শব্দ আর তারপরই গুলির আওয়াজ । একইসঙ্গে ভেসে উঠল অভিনেতাদের নাম । ছবির স্টার কাস্টে টোটা রায়চৌধুরী ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, স্বস্তিকা দত্তের নাম আগেই জানা গিয়েছিল । এছাড়াও, চালচিত্র সিনেমায় দেখা যাবে রাইমা সেন, ইন্দ্রজিৎ বসু, প্রিয়া বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসু, তনিকা বসু ।
চালচিত্র' একটি থ্রিলার ঘরানার ছবি। এখানে টোটা রায়চৌধুরী অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের ভূমিকায় । এক খুনের ঘটনার তদন্ত করতে গিয়েই সবকিছু ওলট-পালট হয়ে যাবে তাঁর জীবনে । সিনেমায় শান্তনুর বিপরীতে দেখা যাবে স্বস্তিকাকে ।